চট্টগ্রামের হাটহাজারি উপজেলার শতাব্দীর প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ প্রাচীন জরাজীর্ণ ভবনের সংস্কার সময়ের দাবিতে পরিণত হয়েছে।
এ পুরাতন ভবনের মূল কাঠামো টিনের চালাঘরের উপরের অংশগুলো জরাজীর্ণ হয়ে ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগ, ভূমিকম্প, অবিরাম বৃষ্টিপাতের ফলে বিদ্যালয়ের বরদা চরণ নন্দী হলের উপরাংশের বহুচালা টিনশেডের উত্তর পাশের শৈল্পিক মোটারা দক্ষিণ দিকে বিপজ্জনকভাবে হেলে পড়েছে।
যে কোন মুহূর্তে তা বড় ধরনের বিপর্যয় ঘটাতে পারে। এ আশংকায় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি নিউরোসার্জন ডাক্তার কামাল উদ্দিন দ্রুত হেলে যাওয়া দেয়ালের অংশ এবং নিচের দেয়ালগুলো, হলটি রক্ষার জন্য পদক্ষেপ নিয়েছেন।
শতবর্ষী এ ভবনটি চুন সুরকীতে ইটের গাঁথুনিতে নির্মিত। পুরো প্রাচীন ভবনটিই এখন অনেকটা ব্যবহার অনুপযুক্ত হয়ে পড়েছে।
বিশাল এ ভবন মেরামত ও পুনঃর্নিমাণের জন্য সকলের সহযোগিতাসহ সরকারের সহায়তা কামনা করেন।
সোহরাব হোসেন মোড়ল
প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)
ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়