ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড পেলেন মেসি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

গুঞ্জনটাই সত্য হলো। লিওনেল মেসির হাতে উঠল ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুই ফরাসি প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপে ও করিম বেনজেমাকে পেছনে ফেলে শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন আর্জেন্টাইন খুদেরাজ। ১৪ বছরে সপ্তমবার এই ফিফার বর্ষসেরা পুরুষ ফুটবলার হলেন মেসি।

গেল বছর ক্যারিয়ার সেরা সাফল্য পেয়েছেন ৩৫ বছর বয়সি ফরোয়ার্ড। মধ্যপ্রাচের দেশ কাতারে জিতেছেন বহু কাঙ্ক্ষিত বিশ্বকাপ শিরোপা। তখন থেকেই শোনা যাচ্ছিল, আরও একবার ফিফা দ্য বেস্ট হতে চলেছেন তিনি। শেষতক সেটাই হলো।

আরও পড়ুন  ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব ভারতীয় ব্যবসায়ীদের

ভোটিংয়ে ৫২ পয়েন্ট পেয়েছেন মেসি। এমবাপ্পে পেয়েছেন ৪৪ ও বেনজেমা ৩৪।

পুরস্কার বুঝে নেওয়ার পর মেসি বলেছেন, বাহ, এটা আশ্চর্যজনক। দুর্দান্ত একটি বছর পার করেছি। এই পুরস্কারটি জিততে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।

আর্জেন্টাইন খুদেরাজ যোগ করেন, আমার সতীর্থরা (পাশে) না থাকলে আমি এখানে থাকতে পারতাম না। আমি যে স্বপ্নটি এতদিন ধরে দেখেছি তা অর্জন করেছি। খুব কম লোকই এটা অর্জন করতে পারে এবং আমি ভাগ্যবান বলেই এটা করতে পেরেছি।

আরও পড়ুন  জো বাইডেনের অভ্যর্থনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন শেখ হাসিনা

এক নজরে এবারের ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ আরও যারা পেলেন-

বেস্ট ফিফা মেনস প্লেয়ার- লিওনেল মেসি
বেস্ট ফিফা ওমেনস প্লেয়ার- অ্যালেক্সিয়া পুতেয়াস
বেস্ট ফিফা মেনস কোচ- লিওনেল স্কালোনি

বেস্ট ফিফা ওমেনস কোচ- সারিনা ভিগমান
বেস্ট ফিফা মেনস গোলকিপার- এমিলিয়ানো মার্তিনেজ
বেস্ট ফিফা ওমেনস গোলকিপার- মেরি আর্পস
ফিফা পুসকাস অ্যাওয়ার্ডস- মারচিন ওলেকসি

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ