ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

ফেনীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ আহত ৫

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের নাম কুদ্দুছ হাওলাদার। তার বাড়ি বরিশালের বাখরগঞ্জ উপজেলায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন  ঢাকার পুরানা পল্টনের বাসায় আগুন

বেলাল হোসেন বলেন, নিহত পিকআপচালকের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার লালপুল এলাকা হয়ে যাত্রীবাহী বাসটি ফেনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। আর চালক নিহত হন।

আরও পড়ুন  বায়েজিদ থেকে চুরি হওয়া মোটরসাইকেল দাউদকান্দিতে উদ্ধারসহ গ্রেপ্তার ২

খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছে চালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে জানায় পুলিশ।

ট্যাগঃ

আলোচিত সংবাদ