রাজধানীর বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪নং গেট ফুটপাত থেকে অজ্ঞাতনামা (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টার দিকে মৃত তাকে ঘোষণা করেন।
পল্টন থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অসিত কুমার বিশ্বাস বলেন, খবর পেয়ে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪নং গেটের ফুটপাতের সামনে থেকে অজ্ঞাত ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মারা যাওয়া ব্যক্তি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয় লোকজন আমাদের খবর দিলে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে জানান এ পুলিশ কর্মকর্তা।