ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গবাজারের আগুন বাড়ছেই, নিয়ন্ত্রণে ৫০ ইউনিট

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর বঙ্গবাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ৫০টি ইউনিট।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

আরও পড়ুন  জাতীয় সংসদে পাস হলো ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট

রাফি আল ফারুক বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। এ ছাড়া অনেক ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট কাজ করছে। সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনীর সম্মিলিত দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। এ ছাড়া পুলিশ, র‍্যাব ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন।

আরও পড়ুন  কাচ্চি ডাইনে পোকা ধরা বেগুনি আর হোটেল জামানে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না

ট্যাগঃ