চট্টগ্রামের বাঁশখালীতে রাশেদা বেগম (৫৫) নামের এক বিধবা নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) বিকালে উপজেলার কালীপুর ইউনিয়নের বাঁশবুনিয়া এলাকার নিজ বসতঘর থেকে তাকে উদ্ধার করা হয়।
রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীপুর ইউনিয়েনের জঙ্গল গুনাগরী বাঁশ বুনিয়া এলাকায় নিজ ঘরে একাই থাকেন বিধবা নারী। প্রতিদিনের ন্যায় গত রাতে ঘুমাতে যায় রাশেদা বেগম। সকালে এলাকার মসজিদের ইমামের নাস্তার জন্য ইমাম আহমদ রেজা (রাঃ) সুন্নী নূরানী মডেল মাদ্রাসা ও হেফজখানার ছাত্ররা রাশেদা বেগমের বাড়িতে গেলে দরজা বন্ধ অবস্থায় ভিতর থেকে বলেন আমি অসুস্থ একসাথে দুপুরে খাবারের ব্যবস্থা করবেন বলে জানান।
পরে দুপুরের খাবারের জন্য ছাত্ররা দরজায় গিয়ে সালাম দিয়ে দরজায় ধাক্কা দিলে দরজা খোলা অবস্থায় ঘরের ভিতর প্রবেশ করলে দেখা যায় মাটিতে রক্ত ও কাঠের উপর রাশেদা বেগম রক্তাক্ত অবস্থায় আল্লাহ আল্লাহ করতে। এই সব দেখে ছাত্ররা ভয় পেয়ে দৌড়ে মাদ্রাসা এসে হুজুরকে জানায়।
পরে হুজুরসহ এলাকাবাসী এসে ঘরের ভিতরে ঢুকলে ওই নারীকে কাঠের উপর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে আঘাত গুরুতর হওয়ায় চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
বর্তমানে আশঙ্কাজন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
পরে খবর পেয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তপন কুমার বাগচী ঘটনাস্থল পরিদর্শন করে রাশেদা বেগমের বসতঘর থেকে উক্ত ঘটনার বিভিন্ন আলামত সংগ্রহ করেন।