বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস আজ। ২৬ মার্চের এই দিনটি বাংলাদেশের জন্য সবচেয়ে গৌরবের ও মর্যাদার। নানাবিধ কর্মসূচিতে দিনটি উদযাপন করছে পুরো জাতি। পাশাপাশি জানানো হচ্ছে, এ দেশের স্বাধীনতার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা।
বাঙালির এই মহান দিনে একাত্ম হয়েছে অনলাইনে সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে তারা নতুন ডুডল নিয়ে এসেছে। বাংলাদেশ থেকে কেউ গুগল.কমে প্রবেশ করলেই বিশেষ ডুডলটি দেখতে পাচ্ছেন। যেখানে শোভা পাচ্ছে উড়তে থাকা বাংলাদেশের জাতীয় পতাকা। এমনকি গুগল নামকেও জাতীয় পতাকার সবুজ রঙে রাঙিয়ে তোলা হয়েছে।
সাধারণত বিশেষ দিবস উপলক্ষে গুগল তার ডুডলে পরিবর্তন এনে থাকে। বাংলাদেশের স্বাধীনতা দিবসে গুগল ডুডলের প্রকাশ নতুন কিছু নয়। ২০১৩ সালে প্রথম স্বাধীনতা দিবসে গুগল বিশেষ ডুডল প্রকাশ করে। এরপর প্রতিবছরই এমনটা করে আসছে গুগল।
সাধারণত নারী দিবস, শিশু দিবসের মতো বিশেষ কোনো দিন বা আইনস্টাইন, নিউটনের মতো বিশেষ কোনো ব্যক্তির জন্য সার্চ বক্সের ওপরে নিজেদের লোগো বদলে বিশেষ দিন বা মানুষটির সঙ্গে মানানসই যে লোগো তৈরি করে গুগল, তা-ই ডুডল নামে পরিচিত।