ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাংলাদেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিলো ভারত

ফাইল ছবি

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশসহ কয়েকটি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে নয়াদিল্লি।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির ইংরেজি দৈনিক ইকোনমিক টাইমস এমন খবর প্রকাশ করেছে।

ওই খবরে ভারতীয় এক কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, দ্বিপাক্ষিক উদ্দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। তবে দেশটির সরকার কী পরিমাণ পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে, সেই বিষয়ে বিস্তারিত কোনও তথ্য ওই কর্মকর্তা জানাতে পারেননি।

আরও পড়ুন  আগামী নির্বাচনে শেখ হাসিনাকে বিজয়ী করে আনা হবে 'লিওনেল মেসি'কে

বাংলাদেশ ছাড়াও অন্য যেসব দেশে পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত, সেসব দেশ হলো- নেপাল, ভুটান, বাহরাইন এবং মরিশাস।

এর আগে পবিত্র রমজান মাসে দেশের বাজারে মূল্য নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট পরিমাণে পেঁয়াজ ও চিনি রপ্তানি করতে ভারতের সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি লেখে বাংলাদেশ সরকার।

বিশ্ব বাজারের দ্বিতীয় বৃহত্তম পেঁয়াজ রপ্তানিকারক ভারত। গেল বছরের ডিসেম্বরে স্থানীয় বাজার স্থিতিশীল রাখতে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির সরকার।

আরও পড়ুন  নতুন বিশ্ব ব্যবস্থা পুনর্নির্মাণ করতে একমত রাশিয়া চীন

তথ্যসূত্র- দ্য ইকোনমিক টাইমস

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ