ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বাংলাদেশ প্রেসক্লাব ইউএই’র ঈদ উপহার পেল শতাধিক কর্মহীন প্রবাসী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সংযুক্ত আরব আমিরাতে শতাধিক অসহায় ও কর্মহীন প্রবাসীকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। সংগঠনের সদস্যদের নিজস্ব অর্থায়নে এ উপহার দেওয়া হয়।

রমজানের শেষ সাত দিন দেশটির আবুধাবি, দুবাই, শারজাহ, রাস আল খাইমাহ ও আজমানের এসব প্রবাসীর হাতে ঈদ উপহার তুলে দেন সংগঠনের সদস্যরা। এর আগে বিভিন্ন লেবার ক্যাম্পে অনুসন্ধান করে অসহায় ও কর্মহীন ১১০ জন প্রবাসীর তালিকা করা হয়।

গত সাত বছর বিদেশ করছি। কোনোদিন একটা গেঞ্জিও কিনি নাই ঈদ উপলক্ষ্যে। বাংলাদেশ প্রেস ক্লাবের এই গিফট পেয়ে এবার ঈদ, ঈদ মনে হচ্ছে- ঈদ উপহার গ্রহণের পর এভাবেই নিজের অভিব্যক্তি জানান প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ। তার মতো এমন অনুভূতি মিশে ছিল উপহারপ্রাপ্ত শতাধিক প্রবাসীর মুখে।

আরও পড়ুন  কক্সবাজারে নিখোঁজ বিসিএস ক্যাডার 'হ্যাপি' কটেজ থেকে উদ্ধার

সংগঠনের সভাপতি শিবলী আল সাদিক বলেন, আমরা অত্যন্ত আনন্দিত। এবারের ঈদের আনন্দ সাধারণ প্রবাসীদের সঙ্গে ভাগাভাগি করে নিতে পেরেছি। বিশেষ করে যারা অসহায় ও কর্মহীন রয়েছেন তাদের ঈদ উপহার দিতে পেরে আমাদেরও আনন্দ দ্বিগুণ হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ সভাপতি মামুনুর রশীদ জানান, প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের পাশে দাঁড়াতে তড়িৎ সিদ্ধান্তে এ আয়োজন করা হয়। তালিকা প্রণয়নের পর প্রবাসীদের জন্য উন্নতমানের দেশীয় পাঞ্জাবি আনা হয় দেশ থেকে। পরে সপ্তাহব্যাপী বিভিন্ন প্রদেশ ঘুরে প্রবাসীদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

আরও পড়ুন  'কক্সবাজার এক্সপ্রেস'র সাথে কাঠবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষ

বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান জনি বলেন, আমরা মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুসরণ করার চেষ্টা করেছি। রমজানের আগেই প্রধানমন্ত্রী নির্দেশন দিয়েছিলেন ইফতার আয়োজন না করে সেই অর্থ যেন গরিব মানুষদের মধ্যে বিতরণ করা হয়। আমরা প্রতি বছর সংগঠন থেকে রমজানে ইফতার মাহফিল আয়োজন করে থাকি। সেখানে যে বাজেট খরচ করা হয়, এবার সেই বাজেট দিয়ে প্রবাসীদের ঈদের উপহার দেওয়া হলো।

আরও পড়ুন  হাটহাজারীতে প্রাইভেট কারের ধাক্কায় সবজি ব্যবসায়ী নিহত

আমিরাতের বিভিন্ন প্রদেশ থেকে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে অন্যদের মধ্যে অংশ নেন সংগঠনের সহ সভাপতি মুহাম্মদ মোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মোদাচ্ছের শাহ, অর্থ সম্পাদক মুহাম্মদ ইছমাইল, দপ্তর সম্পাদক মুহাম্মদ আবদুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ শাহজাহান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইশতিয়াক আহমেদ, সদস্য ইরফানুল ইসলাম, খোরশেদুল আলম জাসেদ, শাফায়েত উল্লাহ, মোহাম্মদ নিয়াজ, নওশের আলম সুমন, ইয়াসির আরাফাত, সৈয়দ খুরশেদ আলম, মেহেদী রুবেল, আরিফ সিকদার বাপ্পি, তোফায়েল আহমেদ, ন ম জিয়াউল হক চৌধুরী, জাহিদুল ইসলাম জাহেদ, মোহাম্মদ মুন্না, মোশাররফ হোসেন প্রমুখ।