ঢাকা, মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাকলিয়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বাসের ধাক্কায় মনির আহমেদ (৬০) নামের এক পথচারী নিহত হয়েছেন।

বুধবার (১ মার্চ) দুপুর ১২টা ৪৫ মিনিটে রাহাত্তারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।

নিহত মনির চান্দগাঁওয়ের সালেহ আহম্মদ মুন্সির বাড়ির মৃত সালেহ আহম্মদের ছেলে।

আরও পড়ুন  বায়েজিদে টিসিবি'র ২ হাজার ৫৫২ লিটার সয়াবিন জব্দ, আটক ৪

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী বাস ওই পথচারীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, রাহাত্তারপুল এলাকা থেকে বাসের ধাক্কায় আহত একজনকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতাল মর্গে আছে।

আরও পড়ুন  হাঁটুর ওপরে পানি, রিকশায় বাড়ি ফিরলেন চসিক মেয়র

ট্যাগঃ

আলোচিত সংবাদ