ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাগেরহাটে ঘরে ঢুকে স্কুল শিক্ষককে কুপিয়ে হত্যা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বাগেরহাটে ঘরে ঢুকে মৃনাল কান্তি চ্যাটার্জি (৬৫) নামের এক সাবেক স্কুল শিক্ষককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মারপিটে গুরুত্বর আহত হয়েছেন ওই শিক্ষকের স্ত্রী ও মেয়ে।

সোমবার (০৬ আগস্ট) দিবাগত রাতে বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের ছোট পাইকপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।

নিহত মৃনাল কান্তি চ্যাটার্জি (৬৫) ছোট পাইকপাড়া গ্রামের প্রয়াত কেশব লাল চ্যাটার্জির ছেলে। তিনি পার্শবর্তী মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। আহত তার স্ত্রী শেফালি চ্যাটার্জি (৬০) ও মেয়ে ঝুমা রানী চ্যাটার্জিকে (৩৫) বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন  জাপানি পর্যটকদের সবকিছু লুটে নিয়ে আনন্দভ্রমণে যায় ছিনতাইকারীরা

২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসাধীন শেফালি চ্যাটার্জি বলেন, ঘর দরজা সব ভাঙছে তারা, সব কিছু নিয়ে গেছে। ঘরে কিছু নেই। সন্ধ্যার দিকে একদল এসে বাড়িতে ঢিল মারছে। রাতে এসে এভাবে মেরে ফেলবে এটা বুঝিনি।

আর্তনাদ করতে করতে তিনি বলেন, একটু জায়গা আছে, ওই জায়গা আমার কাল হইছে। সব নিয়ে যেতো তারা, মেরে ফেললি কেন।

মাথাসহ তার শরীরের বিভিন্ন ক্ষত স্থাতে ৩০ এর অধিক সেলাই দেওয়া হয়েছে উল্লেখ করে পাশের সিটে থাকা আহত মেয়ে কাঁদতে কাঁদতে বলেন, ঘরে আমার ছোট ছেলে ও বোন ছিল। তাদের ঘরের পাটাতনের ওপর ও খাটের নিচে লুকিয়ে রেখেছি। আমাদের কি দোষ। আমরা তো কোনো দল করি না। শুধু শুধু আমাদের ওপর কেন হামলা করল। আমার বৃদ্ধ বাবাকে হাতুড়ি দিয়ে পিটায় মেরে ফেলল।

আরও পড়ুন  বন্যা মোকাবিলায় সাতকানিয়া-লোহাগাড়ায় সেনা ও নৌবাহিনী মোতায়েন

ঝুমা রানী চ্যাটার্জি আরও বলেন, প্রতিবেশী হুমায়ুন শেখ ও নুরুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ ছিল। সোমবার সন্ধ্যায় নুরুল ইসলাম বাড়িতে লোকজন নিয়ে এসে হুমকি দিয়ে যায়। রাতে মুখোশ পড়ে এসে আমাদের ওপর হামলা ও ভাঙচুর লুটপাট করে। ঘরের সবকিছু নিয়ে যায় হামলাকারীরা। আমরা এই হত্যা ও লুটপাটের বিচার চাই।

আরও পড়ুন  হাটহাজারীতে জনদুর্ভোগ সৃষ্টি করে রাস্তায় সবজি বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

এদিকে এলাকাবাসী জানায়, ঘটনার পর থেকে হুমায়ুন শেখ ও নুরুল ইসলাম শেখ পলাতক রয়েছেন। তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

অন্যদিকে কচুয়া উপজেলার বাধাল এলাকায় নাজমা সিকদার সেতারা (৫৩) নামের এক নারীকে পিটিয়ে ও কুপিয়েছে প্রতিপক্ষরা। তার বাড়ি থেকে হাস-মুরগি গবাদিপশুসহ সবকিছু নিয়ে গেছে। গোপালপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

ট্যাগঃ