ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বাজেট প্রণয়নে সহায়তা করবে এডিবি: অর্থমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, ২০২৪-২৫ অর্থবছরের বাজেট প্রণয়নে সহায়তা করবে উন্নয়ন সহযোগী এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর দপ্তরে এডিবি ভাইস প্রেসিডেন্ট (সেক্টর ও থিমস) ফাতিমা ইয়াসমিনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে এ কথা বলেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, এডিবির সঙ্গে আগাগোড়াই বাংলাদেশের সম্পর্ক ভালো, বর্তমানে এ সম্পর্ক আরও এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতিতে দাতা সংস্থাটির ইতিবাচক ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন অর্থমন্ত্রী।

আরও পড়ুন  ভারতীয় পেঁয়াজবোঝাই অর্ধশত ট্রাক বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

তিনি জানান, চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটে বাংলাদেশকে নিয়ে নতুন করে তারা নেতিবাচক কোনো মূল্যায়ন করছে না। এডিবির বার্ষিক সাধারণ সভায় বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হবে বলেও জানান অর্থমন্ত্রী। তবে আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি তিনি।

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ