ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

বান্দরবানে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবানের রুমা উপজেলার পাহাড়ি সড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন।

সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা উপজেলার বগালেক সড়কের ঢালু পথে দুই ট্রাকের এ সংঘর্ষ হয়।

রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন শিবলী বিষয়টি ভয়েস অফ এশিয়াকে নিশ্চিত করেছেন।

নিহত ও আহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার বাসিন্দা বলে জানা গেছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

আরও পড়ুন  চেয়ারম্যান আর আ.লীগ নেতা মিলে খেল এতিমদের চাল

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও চুনচুন পাড়ার ১৬-১৭ জন বাসিন্দা রুমা সদরে আসছিলেন। পথে বগালেকের ঢালু রাস্তা দিয়ে ওই ট্রাক নামার সময় আরেক ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজন এবং পরে আরও দুজন মারা যান। দুর্ঘটনায় গুরুতর আহত হন ১২ জন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এদের মধ্যে সাতজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন  ১৭ আগস্ট এইচএসসি-সমমানের পরীক্ষা শুরু, কোচিং সেন্টার বন্ধের সিদ্ধান্ত

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভয়েস অফ এশিয়াকে বলেন, রুমার বগালেকের সড়কে দুটি ট্রাকের সংঘর্ষে ছয়জন নিহত হন। আহত ১২ জনকে উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ