ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বান্দরবানে বৌদ্ধ বিহার থেকে ধুতাঙ্গ ভিক্ষুর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবানের কালাঘাটা এলাকার গোদার পাড়ের আর্য ভ্রান্ত বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ধুতাঙ্গ ভান্তের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) দুপুরে বিহারের একটি গুহার অংশ থেকে রোয়াংছড়ি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয়রা জানান, বৌদ্ধ ভিক্ষুর মৃত্যু রহস্যজনক। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

আরও পড়ুন  চান্দগাঁও বরিশাল বাজার এলাকায় বিদ্যুৎ চুরির অভিযোগে গ্রেপ্তার ১

ওই বিহারের ভিক্ষুরা বলছেন, কয়েকদিন থেকে ধুতাঙ্গ ভান্তেকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। তবে কে বা কারা এই হুমকি দিয়েছে এখনও বিষয়টি জানা যায়নি।

বান্দরবানের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজিত দাশ জানান, বৌদ্ধ ভিক্ষু ধুতাঙ্গ ভান্তে খুব ভোরে ঘুম থেকে উঠেন। কিন্তু আজ সকাল থেকে দুপুর পর্যন্ত তার কোন সাড়া শব্দ না পাওয়ায় বিহারে অবস্থানকারী অন্যান্য বৌদ্ধ ভিক্ষুরা তার কক্ষে গিয়ে রশিতে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায়। বৌদ্ধ ভিক্ষু ওই বিহারে একটি গুহার মধ্যে একাই থাকতেন। তবে ওই অংশে পিছন দিক দিয়ে লোকজন ঢুকতে পারে এমন কথাও জানিয়েছে সেখানকার লোকজন।

আরও পড়ুন  নেত্রকোনায় বিজ্রের নিচ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বৌদ্ধ ভিক্ষুর শিষ্য ভুটান বড়ুয়া বলেন, গলায় রশি দেয়া থাকলেও মৃত্যুটি রহস্যজনক। পা মাটিতে লাগানো অবস্থায় থাকায় তাকে হত্যা করা হতে পারে। এছাড়া সাম্প্রতিক সময়ে বৌদ্ধ ভিক্ষুকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল একটি মহল।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। কি কারণে ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

আরও পড়ুন  পটিয়ায় শিক্ষার্থী বলাৎকারের পলাতক আসামি গ্রেপ্তার

আলোচিত সংবাদ