ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

বান্দরবানে ৫৯টি দোকান আগুনে পুড়ে ছাই

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে অগ্নিকাণ্ডে ৫৯টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২২ মার্চ) সকাল ৬টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বলিবাজারের নীলগিরি হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। পর তা একে একে সব দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে বলিবাজারের ১৫০টি দোকানের মধ্যে ৫৯টি দোকান পুড়ে যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের সহায়তায় সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আরও পড়ুন  বিএনপির সমাবেশে পুলিশ কনস্টেবল নিহত

থানচির বলিপাড়ার ইউপি চেয়ারম্যান জিয় অং মার্মা বলেন, অগ্নিকাণ্ডে বাজারের কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এতে ব্যবসায়িরা নিঃস্ব হয়ে পড়েছে।

এদিকে ঘটনার পর থানচি উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লা মং মার্মা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর বলেন, অগ্নিকাণ্ডের চার থেকে পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা দেয়ার ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন  যৌন উত্তেজক ওষুধ খেয়ে পুত্রবধূকে ধর্ষণ, শ্বশুর গ্রেপ্তার

ট্যাগঃ