ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

বাবা দিবসে পরীমণি’র কাকে নিয়ে স্ট্যাটাস

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আজ বিশ্ব বাবা দিবস। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে দিবসটি। এমনদিনে স্বামী শরিফুল রাজকে খোঁচা দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরীমণি। যদিও সেই স্ট্যাটাসে কারও নাম উল্লেখ করেননি।

তবে তিনি কাকে উদ্দেশ্য করে লিখেছেন তা সহজেই অনুমেয়।

পরীমণি লিখেছেন, এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোনো স্মৃতি খুঁজে পাচ্ছ না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোনো মেমোরিজই থাকবে না! অবশ্য তোমার তো তোমার মায়ের সঙ্গেই নেই সেসব। যত আবার ফেরেন্ডিদের (ফ্রেন্ড) সঙ্গে আছে! লুজার।

আরও পড়ুন  চিত্রনায়িকা মাহি গ্রেপ্তার

ভোর পাঁচটায় দেওয়া স্ট্যাটাসে এই নায়িকা আরও লিখেন, মা-বাবা নেই এই কষ্ট ঢের ভালো এমন থাকার থেকে। যাই ঘুম দেই একটা, ছেলের গলা ধইরা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ