ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin
বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে বাংলাদেশের রাজধানী ঢাকা। টানা সপ্তম দিনের মতো ঢাকার বাতাস দূষিতের মাত্রা অতিক্রম করেছে।

শুক্রবার (২৭ জানুয়ারি) সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) এর রিপোর্টে এ তথ্য জানা যায়।

এতে দেখা যায়, একিউআই রিপোটে ঢাকার স্কোর হয়েছে ৩৩৮।

এদিকে ২২২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে ইরাকের বাগদাদ ও পাকিস্তানের লাহোর।

আরও পড়ুন  প্রধান শিক্ষককে কুপিয়ে পিটিয়ে আহত করল দুর্বৃত্তরা

প্রতিদিনের বাতাসের মান পরীক্ষা করে এ নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল কিংবা দূষিত, সে বিষয়ে ধারণা দেয়। এতে একিউআই স্কোর ১০১ থেকে ২০০ এরমধ্যে থাকলে ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং স্কোর ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকলে ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচনা করা হয়।

আরও পড়ুন  চট্টগ্রাম বিমানবন্দরে ৯০ হাজার বিদেশি মুদ্রাসহ যাত্রী আটক

অপরদিকে একিউআই স্কোর অনুসারে ঢাকার বাতাসে অবস্থা খুব ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

রাজধানী ঢাকায় বায়ু দূষণের জন্য ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলোকেই বিশেষভাবে দায়ী করেন বিশেষজ্ঞরা।

ট্যাগঃ