ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঝিনাইদহের মহেশপুরে সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আরিফুল ইসলাম (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশের শ্যামকুড় ও ভারতর পাকুড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামির হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুল ইসলাম শ্যামকুড় পশ্চিমপাড়ার মৃত আফেজ উদ্দিনের ছেলে।

আরও পড়ুন  শ্যামলীর আগুন লাগা ভবনের ১৯ তলা থেকে মরদেহ উদ্ধার
শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিরুল হক জানান, আরিফুল ইসলামসহ ৫ থেকে ৬ জন মঙ্গলবার রাতে সীমান্তে গরু আনতে যায়। পরে বিএসএফ তাদেরকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই আরিফুল নিহত হয়। বাকি সহযোগীরা পালিয়ে দেশে ফিরে আসে। লাশ ভারতের অভ্যন্তরে রয়েছে।

ট্যাগঃ