ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বিতর্কিত বক্তা তাহেরীকে নিয়ে গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ১০

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কুমিল্লার মুরাদনগরে বিতর্কিত বক্তা গিয়াস উদ্দিন তাহেরীর আগমনকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে মুরাদনগরের ছালিয়াকান্দি ইউনিয়নের আমপাল গ্রামে সুরুজ ফকির বাড়ীতে তাহেরীর আগমনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ নিয়ে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসী প্রতিবাদ মিছিল ও সমাবেশের ডাক দেয়।

আরও পড়ুন  প্রধানমন্ত্রী হিসেবে জোটের সমর্থন পেলেন মোদি

জুম্মার নামাজের পর মিছিলকারীরা আমপাল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু করে আমপাল পূর্বপাড়া ডালিমের বাড়ির সামনে আসলে সুরুজ ফকিরের অনুসারীরা মিছিলে হামলা চালায়। হামলার পর মিছিলকারীরা পাল্টা আক্রমণ করে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।

আহতদের মধ্যে রয়েছেন- আমপাল গ্রামের নিজাম উদ্দিন (৩০), ইয়াসিন (৩৫), রুবেল মাঝি (২৫), মনির হোসেন (৩৫), জুয়েল (২৪), আল-আমিন, রহমান শিকদার, কাজল খান, ফাহিম শিকদার ও ডালিম সরকার।

আরও পড়ুন  ঢাকা-চট্টগ্রাম রেললাইনের পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার

মিছিলকারী হানিফ মাঝি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে যাচ্ছিলাম। একপর্যায়ে সুরুজ ফকিরের অনুসারীরা লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আমরা এর বিচার চাই।

মাহফিলের আয়োজক রবিউল জানান, মাজার ভাঙতে আসছে এমন খবরে নারী-পুরুষরা বাধা দেয়। এসময় তাদের হামলায় আমাদের কয়েকজন আহত হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

আরও পড়ুন  ভারতীয় গোয়েন্দা সংস্থা 'র'এর দুই এজেন্ট ইসলামাবাদে আটক

তিনি আরও বলেন, এ ঘটনায় কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।