ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

বিশ্বে করোনা আক্রান্ত হয়ে একদিনে মৃত্যু ১১৮৮, নতুন শনাক্ত দেড় লাখের উপরে

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ হাজার ১৮৮ জন মারা গেছেন। একই সময়ের ভাইরাসটিতে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৬২৫ জন।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এ তথ্য জানা গেছে।

এর আগের ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ৯৬২ জন। আর শনাক্ত হয়েছিল ১ লাখ ৫০ হাজার ৩৪৯ জন। অর্থাৎ আগের দিনে তুলনায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে।

আরও পড়ুন  চার শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অপসারণ

মহামারি শুরুর পর এখন পর্যন্ত ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৭ কোটি ১৫ লাখ ৬২ হাজার ৫৫৯ জন। ভাইরাসটিতে এ পর্যন্ত মোট মারা গেছেন ৬৭ লাখ ৩২ হাজার ১৩৮ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে এশিয়ার দেশ জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে ৫৪ হাজার ১৮৮ জনের দেহে এ ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ হাজার ১০৫ জন আক্রান্ত হয়েছেন লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে। তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ২২২ জন আক্রান্ত হয়েছেন ইউরোপের দেশ জার্মানিতে।

আরও পড়ুন  সন্ত্রাসী হামলার বদলা নেওয়া হবে: দিমিত্রি মেদভেদেভ

আক্রান্তের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনাও ঘটেছে জাপানে। এ সময়ের মধ্যে দেশটিতে মারা গেছেন ২৮৪ জন। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন মারা গেছেন জার্মানিতে। আর তৃতীয় সর্বোচ্চ ৮৫ জন মারা গেছেন মেক্সিকোতে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান প্রদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর তা বিশ্বের প্রায় সব দেশে ছড়িয়ে পড়ে। পরে ২০২০ সালের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

আরও পড়ুন  বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে যা জানাল যুক্তরাষ্ট্র

ট্যাগঃ

আলোচিত সংবাদ