ঢাকা, শনিবার - ৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আম বয়ানের মধ‍্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।

শুক্রবার (২০ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ‍্য দিয়ে ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু করেন পাকিস্তানের মাওলানা ওসমান। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

এ ছাড়াও সকাল ১০টায় তালিম করবেন মাওলনা ইউসুফ কান্ধলভী। পরে তা বাংলায় তরজমা করবেন মাওলানা মুনির বিন ইউসুফ।

আরও পড়ুন  ধানমন্ডিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

তা ছাড়াও জুম্মার পর মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম (বাংলাদেশি) ও বাদ আছর সাইদ বিন সাদ কান্ধলভী বয়ান করবেন। পরে তা বাংলায় তরজমা করবেন মুফতি আজিম উদ্দিন।

আর বাদ মাগরিব বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী। তার বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম।

বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এসব বিষয় নিশ্চিত করেছেন।

আরও পড়ুন  ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন: কে কত ভোট পেলেন

তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বি মাওলানা সাদ আহমদ কান্ধলভীর এই পর্বে অংশগ্রহণের সম্ভাবনা না থাকলেও তার তিন ছেলে ইজতেমা ময়দানে যোগ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার(১৯ জানুয়ারি ) দুপুরে মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ কান্ধলভী, মেঝো ছেলে মাওলানা সাঈদ বিন সাদ কান্ধলভী ও ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সাদ কান্ধলভী ছাড়াও তাদের সঙ্গে মাওলানা সাদের মেয়ের জামাতা মাওলানা হাসানসহ সাতজনের একটি জামাত ইজতেমা ময়দানে পৌঁছে।

আরও পড়ুন  নয়াপল্টনে পিটিয়ে পুলিশ হত্যা মামলার প্রধান আসামি আমান গ্রেপ্তার

মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বলেন, আখেরি মোনাজাত ও জুম্মার নামাজ পরিচালনা করবেন মাওলানা সাদ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী।

ট্যাগঃ

আলোচিত সংবাদ