ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

বুড়িশ্চরে অটোরিকশা চাপায় ৪ বছরের শিশুর মৃত্যু

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

হাটহাজারীর বুড়িশ্চরে অটোরিকশা চাপায় বিবি খাদিজা (৪) নামক এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৮ মার্চ) সকালের দিকে উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

শিশু কন্যার মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন সংশ্লিষ্ট ইউপি সদস্য রাশেল।

নিহত শিশু বিবি খাদিজা ওই ইউপির ৬নং ওয়ার্ড সোলাইমান হাজীর বাড়ির ভাড়াটিয়া মোসলেম উদ্দিনের কন্যা। তাদের নিজ বাড়ি নোয়াখালী জেলার হাতিয়া থানার আদর্শ গ্রামের নিঝুম দ্বীপে।

আরও পড়ুন  মীরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে বাকপ্রতিবন্ধী নিহত

জানা যায়, মঙ্গলবার সকালের দিকে ১৫নং বুড়িশ্চর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ সোলাইমান হাজী বাড়ি নিজ বাসার পাশে রাস্তায় খেলা করার সময় বেপরোয়া গতির একটি ব্যাটারিচালিত অটোরিক্সা শিশু বিবি খাদিজা ধাক্কা দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে পড়ে।

এতে তার মাথার উপর দিয়ে রিকশাটি চলে গেলে গুরুতর আহত হয় শিশুটি। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন  তীব্র গ্যাস সংকটে চট্টগ্রামের বাসিন্দারা

আলোচিত সংবাদ