চট্টগ্রাম হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম ফাযিল মাদরাসার ৬১ তম বার্ষিক সভা ও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বুলবুলে আহলে সুন্নাত হযরতুলহাজ্ব আল্লামা জাফর আহমদ সিদ্দিকী (রহ:) ২৩ তম বেছাল শরীফ অনুষ্ঠিত হয়েছে।
একই সাথে শহীদ ফারুক মাহমুদ সিদ্দিকী ও হাজী মোহাম্মদ সোলাইমান খান এর ১৪ তম শাহাদাত বার্ষিকী পালনসহ প্রতিষ্ঠানের মরহুমীন-মরহুমার সকল দাতা-প্রতিষ্ঠাতা-শুভাকাংখীদের ইছালে ছাওয়াব অনুষ্ঠিত হয়।
শুক্রবার ( ২৪ ফেব্রুয়ারি ) জাতীয় শহীদ দিবস উদযাপন উপলক্ষে দুইদিন ব্যাপী এ কর্মসূচি মাদ্রাসা প্রাঙ্গনে পালিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দিন।
অধ্যক্ষ আল্লামা এস.এম ফরিদ উদ্দিন বলেন, এ মাদরাসা পরিচালিত হয় এ এলাকার সর্ব স্তরের মানুষের সহযোগীতায়। আপনাদের এ সহযোগীতা আগামীতেও অব্যাহত রাখবেন আশা রাখি। তাহলে ইসলামী শিক্ষা বিস্তারে সহায়ক হবে। এতে আপনারার উভয় জগতে নৈকিট্য হাসিল নিশ্চিত হবে।
সমাপনী দিনে প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। প্রধান ওয়ায়েজিন হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা গাজী শফিউল আলম নেজামী। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বডির সভাপতি ইউনুচ গণি চৌধুরী, মাওলানা জিল্লুল করিম মালেকী আল কুতুবী।বক্তব্য রাখেন- অধ্যাপক ড. এ এস এম বোরহান উদ্দিন, ড. মুহাম্মদ জাফর উল্লাহ, মাওলানা ফখরুদ্দিন আলকাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী। উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন ফারুকী, মাওলানা এস এম আইয়ুব বদরী, মাওলানা মুহাম্মদ আবুল কাশেম রেযা, মাওলানা সেলিম খান ইলিয়াছি প্রমুখ।
শেষে হাজারো মুসলিম জনতার উপস্থিতিতে আখেরী মোনাজাত ও তাবরুক বিতরণ করা হয়।
প্রথম অধিবেশন মাওলানা এ জেড এম হারুনুর রশীদের সভাপতিত্বে মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ আমিনুল হক আলকাদেরী। প্রধান ওয়ায়েজিন ছিলেন মাওলানা আলাউদ্দিন জিহাদী। বিশেষ অতিথি ছিলেন মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু তাহের, মাওলানা মুহাম্মদ সেলিম উদ্দিন আনোয়ারী, মাওলানা জয়নুল আবেদীন জিহাদী।