ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

বেড়েছে জ্বালানি তেলের দাম

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

কেরোসিন, ডিজেলসহ জ্বালানি তেলের দাম লিটার প্রতি ১ টাকা বেড়েছে যা শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে কার্যকর হচ্ছে।

শুক্রবার (৩১ জানুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আব্দুল হালিম সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস/বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের জানুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিতকরণের জন্য জ্বালানির দাম লিটার প্রতি ১ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০৪ টাকা থেকে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা, কেরোসিন ১০৪ টাকা হতে ১ টাকা বৃদ্ধি করে ১০৫ টাকা করা হয়েছে। তবে অকটেন ১২৬ টাকা ও পেট্রোল ১২২ টাকা আগের দামই ঠিক রাখা হয়েছে।

আরও পড়ুন  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ