চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা সদরে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ৯ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২০ ফেব্রুয়ারি) বাজার মনিটরিং-এর অংশ হিসেবে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন এ জরিমানা করেন।
তিনি জানান, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৯ জন ব্যবসায়ীকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এসময় যত্রতত্র যানবাহন পার্কিং করে জনদুর্ভোগ সৃষ্টির জন্য স্থানীয় সরকার পৌরসভা আইনে ২ জনকে দেড় হাজার টাকা জরিমানা করা হয়েছে।