ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

ব্যাংককে বায়ুদূষণ, জ্বলছে চোখ, শ্বাস নেওয়া দায়; লোকজনকে বাড়িতে থাকার পরামর্শ

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক বিশ্বের অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলোর মধ্যে একটি। বায়ুদূষণের কারণে এই পর্যটন শহর এখন বিপর্যস্ত। লাগামছাড়া বায়ুদূষণের কারণে সাধারণ মানুষকে বাড়ি থেকে বাইরে না বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকক এবং প্রতিবেশী থাই প্রদেশে বায়ুদূষণের মাত্রা এত বৃদ্ধি পেয়েছে যে, সাধারণ মানুষকে বাড়ির ভিতরে থাকার এবং খুব প্রয়োজন না পড়লে বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন  মঙ্গলবার চট্টগ্রাম নগরীর সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সংবাদ সংস্থার রিপোর্টে উল্লেখ রয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুযায়ী বাতাসে যে পরিমাণ সূক্ষ্ম ধূলিকণা থাকা উচিত, ব্যাংককে তা প্রায় ১৪ গুণ বেশি। প্রতি ঘনমিটার বাতাসে সূক্ষ্ম ধূলিকণার পরিমাণ ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত না। তবে ব্যাংকক এবং আশপাশের অঞ্চলে এই মাত্রা বর্তমানে প্রতি ঘনমিটারে ৭০.৫ মাইক্রোগ্রাম। ব্যাংককের আকাশে দৃশ্যমানতা কমেছে। মাত্রাতিরিক্ত দূষণে অনেকেরই চোখ জ্বালা করছে। সমস্যা হচ্ছে শ্বাস নিতেও।

‘সুইস এয়ার কোয়ালিটি ট্র্যাকিং প্ল্যাটফর্ম’ অনুযায়ী, ব্যাংককের বায়ুর গুণমান বর্তমানে বিশ্বের খারাপের দিক থেকে ষষ্ঠ স্থানে রয়েছে। থাইল্যান্ডের দূষণ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, হাওয়ার কম গতিবেগ, যানবাহন থেকে নির্গত বিষাক্ত ধোঁয়া এবং কৃষিজমিতে চাষের পর অবশিষ্ট অংশ পোড়ানোর কারণেই থাইল্যান্ডের রাজধানীতে বেড়েছে দূষণের মাত্রা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ