ভবন তৈরির আগে ফায়ার সার্ভিসের কাছ থেকে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
বুধবার (৮ মার্চ) গুলিস্তানের কুইন স্যানিটারি মার্কেটে বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে এ কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, গুলিস্তানের কুইন স্যানিটারি মার্কেটে বিস্ফোরণের মূল কারণ কী, তা খুঁজে বের করতে তদন্ত চলছে। তদন্ত শেষেই জানা যাবে কারণ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন বলেন, বিস্ফোরণের মূল কারণটা কী, এ নিয়ে আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। বিস্ফোরণটা কেন হয়েছিল, পরীক্ষা-নিরীক্ষার পরেই সে সম্পর্কে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। আমরা সব সময় বলে থাকি, এ ধরনের ইমারত গড়ার আগে ফায়ার সার্ভিস বা ইমারতের ক্লিয়ারেন্স না নিয়ে কেউ যেন ব্যবসা-প্রতিষ্ঠানের ভবন নির্মাণ না করেন।