ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভারতকে এফ-৩৫ দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ পাকিস্তান

ছবি- টাইমস অব ইসরায়েল

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতকে অত্যাধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান দেওয়ার মার্কিন প্রস্তাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে পাকিস্তান।

দেশটি বলেছে, এমন অত্যাধুনিক সামরিক প্রযুক্তি সরবরাহ হলে তা দক্ষিণ এশিয়ায় সামরিক ভারসাম্যহীনতা আরও বাড়াবে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলি খান মার্কিন-ভারত যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের নামে করা মন্তব্যকে ‘একপেশে’, ‘বিভ্রান্তিকর’ ও ‘কূটনীতিক শিষ্টাচার পরিপন্থি’ বলেও অভিহিত করেছেন বলে জানিয়েছে ডন।

আরও পড়ুন  অন্তর্বর্তীকালীন সরকারের আরও ৫ উপদেষ্টার শফথ আজ

তার মন্তব্যের কয়েক ঘণ্টা আগে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরকালে দেওয়া ওয়াশিংটন-নয়া দিল্লি যৌথ বিবৃতিতে ২০০৮ সালের মুম্বাই হামলা ও পাঠানকোটের ঘটনার জন্য দায়ীদের ‘দ্রুত বিচারের’ মুখোমুখি করতে এবং পাকিস্তানের ভূখণ্ড যেন সীমান্ত পেরিয়ে অন্য দেশে সন্ত্রাসী হামলায় ব্যবহৃত না হয়, তা নিশ্চিতে ব্যবস্থা নিতে ইসলামাবাদের প্রতি আহ্বান জানানো হয়েছিল।

আরও পড়ুন  ফেব্রুয়ারি থেকেই মাঠে নামছে আওয়ামী লীগ, হরতালের কর্মসূচি ঘোষণা

তথ্যসূত্র- এএফপি

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ