মার্কিন বিনিয়োগ গবেষণা সংস্থা হিনডেনবার্গ রিসার্চের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি) আইনজীবী এমএল শর্মা জনস্বার্থে এ মামলা দায়ের করেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়, আদানি গ্রুপ বাজারে ফলো-অন পাবলিক অফার (এফপিও) ছাড়ার আগেই হিনডেনবার্গ ইচ্ছাকৃতভাবে তাদের প্রতিবেদন প্রকাশ করে। এর ফলে চরম লোকসানের মুখে পড়েছে গ্রুপটি। যদিও শেয়ার বাজারে ধারাবাহিক দরপতন রুখতে জাতীয় বাজেট ঘোষণার দিনই এফপিও প্রত্যাহার করে নেয় আদানি গ্রুপ।
তবে এর আগে শেয়ার বাজারে ধসের মধ্যেও ২০ হাজার কোটি টাকার এফপিও বাজারে ছেড়েছিল আদানি গ্রুপ। শেয়ার পুরোপুরি বিক্রিও হয়েছিল। কিন্তু লাগাতার দাম কমায় বিনিয়োগকারীদের মোটা অংকের লোকসানের আশঙ্কা তৈরি হওয়ায় এফপিও প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় গ্রুপটি।
আইনজীবী এমএল শর্মা হিনডেনবার্গের প্রতিবেদনে আদানি গ্রুপের বিরুদ্ধে তোলা সব অভিযোগ খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
তার দাবি, ওই প্রতিবেদন প্রকাশের ফলে বিনিয়োগকারীদের ব্যাপক লোকসান হয়েছে। মামলার পিটিশনে বিনিয়োগকারীদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি করা হয়েছে।