ভারী বৃষ্টিপাতের কারণে ভারতের তামিলনাড়ু রাজ্যের দুই জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রাজ্যের নাগাপট্টিনম এবং তিরুভারুর জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়, বৃষ্টিপাতে নাজেহাল নাগাপট্টিনামের স্কুল ও কলেজগুলো একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে তিরুভারুর জেলায় শুধু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।
ভারতের আবহাওয়া বিভাগ বলছে, উপকূলীয় তামিলনাড়ু এবং পুদুচেরির অনেক জায়গায় বৃহস্পতিবারও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। দক্ষিণ তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের কারণে এ বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে। নিম্নচাপটি পশ্চিম-দক্ষিণ-পশ্চিম দিকে সরে গিয়ে গত বুধবার বিকেলে শ্রীলঙ্কা উপকূল অতিক্রম করেছে।