ঢাকা, মঙ্গলবার - ১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোক্তা অধিকারের কর্মকর্তা সেজে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৮

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভোক্তা অধিকারের কর্মকর্তা সেজে চাঁদাবাজি করার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।  

শুক্রবার (০৪ ফেব্রুয়ারি) দিনগত রাতে রাজধানীর মিরপুর দক্ষিণ পীরেরবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আজ (শনিবার) আদালতে তুলে পুলিশ। আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এসব তথ্য নিশ্চিত করেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন।

গ্রেফতারকৃতরা হলেন – মো. শাহিন ওরফে বল্লা শাহীন (২৫), মো. ইউসুফ চৌধূরী (২৮), মো. আব্দুল আলিম (২৩),  মো. মামুন কাজী (৩২), মো. দেলোয়ার হোসেন (২৬), সুলতান মাহিদ পিয়াস (৩৩), মো. তুষার (৩১) এবং মো. রাহাদ (২৮)।

আরও পড়ুন  পিবিআইয়ের এক মামলায় জামিন পেলেন বাবুল আক্তার

ওসি মোহাম্মদ মহসীন জানান, অভিযুক্তরা কখনও ভোক্তা অধিকারের কর্মকর্তা আবার কখনও পুলিশ সেজে চাঁদাবাজি করতেন। তারা পেশাদার অপরাধী। প্রত্যেকের নামে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতার বল্লা শাহীন ২০১৯ সালে মিরপুরের আলোচিত সুমন হত্যা মামলার প্রধান আসামি।

পুলিশের এই কর্মকর্তা বলেন, শুক্রবার রাতে বল্লা শাহীন তার দলবল নিয়ে দক্ষিণ পীরেরবাগ আল বারাকা বেকারি নামে একটি প্রতিষ্ঠানে যান। সেখানে গিয়েই প্রথমে নিজেকে ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা দাবি করেন। কিন্তু এ পরিমাণ টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা বেকারিতে বিভিন্ন ধরনের সমস্যা হবে বলে ভয়ভীতি দেখান। এক পর্যায়ে বেকারির কর্মচারীরা ১৩ হাজার ৫০০ টাকা দিলেও তারা গালিগালাজ করেন। এসময় দোকানের এক কর্মচারী কৌশলে পুলিশকে ফোন করে জানালে বল্লা শাহীন ও তার পুরো দলকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন  বেসরকারি সব স্কুল-কলেজের সভাপতিকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি

ওসি মোহাম্মদ মহসীন আরও বলেন, ২০২০ সালে মোহাম্মদপুরে পুলিশ সেজে চাঁদাবাজি করেন বল্লা শাহীন ও তার সহযোগীরা। এ ঘটনায় তাদের নামে মামলা দায়ের করা হয়। এছাড়াও শাহিনের নামে মাদক, চাঁদাবাজি, হত্যা প্রচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে। সুলতান মাহিদ পিয়াসের বিরুদ্ধে রয়েছে ৩টি। এছাড়া ইউসুফ চৌধুরী, আব্দুল আলিম, মামুন কাজী, দেলোয়ার হোসেন ও রাহাতের নামেও দুটি করে মামলা রয়েছে।

আরও পড়ুন  বাংলাদেশের প্রধানমন্ত্রী উন্নয়নের ‘রোল মডেল’: ব্রিটিশ প্রধানমন্ত্রী

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আজ আদালতে তোলা হয়। আদালত তাদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন জানান এ পুলিশ কর্মকতা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ