ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোটকে ঘিরে উত্তপ্ত সুপ্রিম কোর্ট, সাংবাদিক-আইনজীবীদের মারধর

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভোটকে ঘিরে বিক্ষোভে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। সেখানে সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকসহ আইনজীবীদের ওপর রাইফেল দিয়ে আঘাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাদের সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে বের করে দেওয়ারও অভিযোগ ওঠে। এরই মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক ও আইনজীবী আহত হয়েছেন। 

বুধবার (১৫ মার্চ) সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন  আজ ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি

এ ছাড়া এক ক্যামেরাম্যানের ক্যামেরা ভেঙে দেওয়াসহ তাকে আহত করা হয় বলে বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়। এসব ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ।

বিএনপি সমর্থিত আইনজীবীরা বলছেন, তারা ‘অবৈধ’ নির্বাচন মেনে নেবেন না। এ সংক্রান্ত স্লোগান তুলছেন তারা।

সকাল ১০টা থেকে এই ভোট গ্রহণ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে জটিলতার সৃষ্টি হওয়ায় ভোট গ্রহণ স্থগিত হয়েছে।

আরও পড়ুন  হালদায় গোসল করতে গিয়ে প্রতিবন্ধি তরুণের মৃত্যু

এর আগে এ নির্বাচনকে কেন্দ্র করে আজ সকাল ৭টা থেকেই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে শত শত পুলিশের উপস্থিতি দেখা যায়। এ ছাড়া সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য। দুই দিনব্যাপী এ নির্বাচনের ভোট গ্রহণ শুরুর সময় ছিল সকাল ১০টা। তবে সকাল ৭টা থেকেই আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা সমিতি প্রাঙ্গণে এসে উপস্থিত হন।

আরও পড়ুন  ভারতের মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৬, আহত ৪০

এর আগে গতকাল রাতে প্রায় তিন হাজার ব্যালট পেপার ছিঁড়ে ফেলা হয়।

ট্যাগঃ

আলোচিত সংবাদ