ঢাকা, শনিবার - ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

মহাখালীর সাততলা বস্তিতে আগুন

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।

সোমবার (২৭ মার্চ) সকাল প্রায় পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সকাল ৬টা ৪৮ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। আগুন নিয়ন্ত্রণে এখন নয়টি ইউনিট কাজ করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন  নকল সরবরাহে জড়িত থাকায় দুই মাদ্রাসা শিক্ষক আটক

তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি ফায়ার কর্মকর্তা। বলেন, ফায়ার কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি পরে জানা যাবে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ