ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

মাঝরাতে গুলশান থানায় শাকিব খান

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

মাঝরাতে ভুঁয়া প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে রাজধানীর গুলশান থানায় হাজির হয়েছেন চিত্রনায়ক শাকিব খান।

শনিবার (১৮ মার্চ)  রাত সাড়ে ১১টার দিকে তিনি গুলশান থানায় প্রবেশ করেন। এখনো সেখানে অবস্থান করছেন।

থানার বাইরে বিপুলসংখ্যক সংবাদকর্মী অবস্থান করছেন। তবে মামলার ব্যাপারে এখনো শাকিব খান মুখ খোলেননি।

গত ১৫ মার্চ শাকিব খানের বিরুদ্ধে অসদাচরণ ও ধর্ষণের মতো বিস্ফোরক অভিযোগ নিয়ে চলচ্চিত্রের তিন সমিতিতে অভিযোগ করেন ‘অগ্নিপথ’ সিনেমার প্রযোজক রহমত উল্লাহ।

আরও পড়ুন  চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২ মার্কিন নাবিক গ্রেপ্তার

লিখিত অভিযোগে তিনি দাবি করেন, অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে শাকিব গ্রেফতারও হয়েছিলেন। শাকিবের বিরুদ্ধে অস্ট্রেলিয়ান পুলিশ তদন্ত করেছে এবং প্রয়োজনে এ সম্পর্কিত নথি তিনি সরবরাহ করবেন।

তার ওই অভিযোগে শাকিবের ঠিক সময়ে শুটিংয়ে না আসা, ব্যয়বহুল যৌনাচার আর নারী সহপ্রযোজককে ধর্ষণের বিস্তারিত তথ্যও উল্লেখ করেন। যদিও অভিযোগের পরদিন বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর একটি রেস্তরাঁয় বিরোধ মেটাতে আলোচনায় বসেছিলেন শাকিব খান, প্রযোজক খোরশেদ আলম খসরু ও রহমত উল্লাহ।

আরও পড়ুন  প্রত্যাহার হচ্ছে 'সাইবার ট্রাইব্যুনাল'র মামলা

এ প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু সময় সংবাদকে জানিয়েছিলেন, শাকিব খানের সঙ্গে ওই প্রযোজকের দ্বন্দ্ব সমাধান করতে আমরা আলোচনায় বসেছিলাম। কিন্তু এখনও তা মেটেনি। চেষ্টা করা হচ্ছে দ্বন্দ্ব মেটানোর।

ট্যাগঃ

আলোচিত সংবাদ