মার্চে রপ্তানি আয় এসেছে ৫১০ কোটি ২০ লাখ ডলার। আগের বছরের একই মাসের চেয়ে যা বেড়েছে ৯ দশমিক ৮৮ শতাংশ।
মঙ্গলবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এ তথ্য প্রকাশ করেছে।
পণ্যদ্রব্য রপ্তানি করে টানা চতুর্থ মাসে ৫০০ কোটি ডলারের বেশি আয় করেছে বাংলাদেশ।
ফেব্রুয়ারিতে অবশ্য ৫১৯ কোটি ডলারের রপ্তানি আয় হয়। সে তুলনায়, মার্চে সেটি কিছুটা কমেছে বলেই জানা গেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।