ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

মা হলেন চিত্রনায়িকা মাহি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি মা হলেন। তিনি পুত্র সন্তানের মা হয়েছেন। 

মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে রাত ১১টা ২০ মিনিটে তিনি পুত্র সন্তানের জন্ম দেন।

মাহিয়া মাহির স্বামী রাকিব সরকার মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রেগুলার চেকআপের জন্য মঙ্গলবার রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আনা হয় মাহিয়া মাহিকে। চিকিৎসক চেকআপের পর তাকে দ্রুত ভর্তি করানোর পরামর্শ দেন। পরে মাহিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। রাত ১১টা ২০ মিনিটে মাহি একটি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন। আল্লাহর রহমতে মা ও ছেলে দুজনেই সুস্থ আছেন।

আরও পড়ুন  মারা গেলেন বলিউড তারকা পরিচালক সতীশ কৌশিক

তিনি মাহি ও তার সন্তানের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মাহি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, ‌‌‘সবাই আমাদের জন্য দোয়া করবেন’।

গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি। তার আগে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহিয়া মাহি।

আরও পড়ুন  কাজলের কোমরের দাগ ছড়িয়ে পড়ছে সর্বত্র

ট্যাগঃ

আলোচিত সংবাদ