ঢাকা, শুক্রবার - ৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

মুগদায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাজধানীর মুগদা এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে ফ্যানের সঙ্গে ওড়নার পেঁচিয়ে তামান্না আক্তার নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে তামান্নার গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আবু সালেহ জানান, শনিবার সকালে সংবাদ পেয়ে মুগদা এলাকার বাসা থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন  কালিহাতীতে ধর্ষকদের ফাঁসির দাবিতে মানব বন্ধন

আবু সালেহ আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন আগে তামান্না আক্তারের সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়েছে। এরপর সে মা-বাবার বাসায়ই থাকতেন। পারিবারিক বিষয়ে গত রাতে (শুক্রবার) তার মায়ের সঙ্গে তর্ক-বিতর্ক হয়। পরে ঘরে এসে একপর্যায়ে ফ্যানের সঙ্গে ওড়নার পেঁচিয়ে আত্মহত্যা করেন।

সকালে পরিবারেরর লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন  মালিবাগে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ট্যাগঃ

আলোচিত সংবাদ