ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

মেসিকে হত্যার হুমকি, স্ত্রী রোকুজ্জোর সুপারমার্কেটে গুলি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসিকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এমনকি ওই হুমকি দিয়ে তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর সুপারমার্কেটে গুলিও ছুঁড়েছে দুর্বৃত্তরা।রুকুজ্জোদের ওই সুপারমার্কেটটি আর্জেন্টিনার রোজারিওতে। 

আর্জেন্টিনার স্থানীয় গণমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে এসব তথ্য উঠেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেসিদের সুপারমার্কেট যে শহরে সেই রোজারিওর মেয়র পাবলো ইয়াভকিন মাদক চোরাকারবারী। সে মেসিকে বাঁচাতে পারবে না। আক্রমণের কবলে পড়া সুপারমার্কেটের নাম সুপারমার্কেডো ইউনিকো।

আরও পড়ুন  ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড পেলেন মেসি

ওই মার্কেটের দায়িত্বে রয়েছেন রোকুজ্জোর এক নিকটাত্মীয়। দুর্বৃত্তদের গোলাগুলির সময় মার্কেট বন্ধ ছিল। সুপারমার্কেটে ১৪টি গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। গুলিতে মার্কেটের দেয়াল-গ্লাস ছিদ্র হয়ে যায়।

সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিত হওয়া গেছে, মোটরবাইকে করে দুজন লোক এই কাণ্ড ঘটিয়েছেন। গোলাগুলির পর দুর্বৃত্তরা মেসির জন্য হুমকি দিয়ে যায়।

এক কাগজে হুমকির বার্তা দিয়ে দুর্বৃত্তরা জানায়, ‘মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। পাবলো ইয়াভকিন নিজেই মাদক চোরাচালানকারী। সে তোমাকে বাঁচাতে পারবে না।’

আরও পড়ুন  শাকিব অনুমতি দিলে ঈদে দেখা মিলবে অপুর

এদিকে এ ঘটনার পর তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। যদিও এখনও কাউকে ধরতে পারেনি তারা।

ট্যাগঃ

আলোচিত সংবাদ