ঢাকা, বৃহস্পতিবার - ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের দিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে টানা তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এর আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা শনিবার সকাল ১১টা ৫১ মিনিটে ভারতে যান।

ভারতের বিদেশ মন্ত্রণালয়ের সচিব (সিপিভি ও ওআইএ) মুক্তেশ পরদেশী, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমান তাদের বিমানবন্দরে স্বাগত জানান।

আরও পড়ুন  এদেশে স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার কোনও অধিকার নেই: তথ্যমন্ত্রী

নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদির সঙ্গে ওয়ান-টু-ওয়ান বৈঠক করবেন। পরে তিনি ভারতের রাষ্ট্রপতির দেওয়া রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেবেন।

শেখ হাসিনা গতকাল সন্ধ্যায় নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে ভারতে বাংলাদেশের হাইকমিশনার আয়োজিত নৈশভোজে যোগ দেন।

সোমবার বিকেল ৫টায় (নয়া দিল্লির সময়) ঢাকার উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করার কথা রয়েছে তার এবং ওই দিন রাত ৮টায় (বিডি সময়) ঢাকা পৌঁছার কথা রয়েছে শেখ হাসিনার।

আরও পড়ুন  উত্তাল সাগর, আবহাওয়া অধিদফতরের বিশেষ সতর্কবার্তা