ঢাকা, শুক্রবার - ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

ভারতের লোকসভা নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। কিন্তু বাকি শরিকদের সমর্থনে সরকার গড়ছে এনডিএ। নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী করেই এগিয়ে যেতে চায় জোটটি। সেক্ষেত্রে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হতে চলেছেন মোদি। তার শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন বিশ্বনেতারা।

আগামী রবিবার (৯ জুন) প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে।

এই অনুষ্ঠানে থাকার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। দু’জনের সঙ্গেই বুধবার (৫ জুন) টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্রীলঙ্কা সরকার জানিয়েছে, প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহকে আমন্ত্রণ জানানো হয়েছে। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন তিনি। এদিকে, শেখ হাসিনার সঙ্গেও কথা হয়েছে নরেন্দ্র মোদির। তিনি এনডিএর এই জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন  বিয়ে করলেন সারজিস আলম

অন্যদিকে ভুটান, নেপাল ও মালদ্বীপের প্রধানমন্ত্রীদেরও আমন্ত্রণ জানানো হতে পারে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। কিন্তু পাকিস্তানকে কি আমন্ত্রণ জানানো হবে? উঠছে প্রশ্ন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনের বার্তা দেওয়া হচ্ছে। তাই পাকিস্তানের কোনো শীর্ষস্থানীয় নেতা মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে অবাক হওয়ার কিছু নেই।

২০১৪ সালে নরেন্দ্র মোদি তার প্রথম শপথ অনুষ্ঠানে নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। এছাড়া আরও প্রতিবেশি দেশের রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন  সবকিছুর জন্য ভারতকে দোষারোপ করা একেবারেই হাস্যকর: জয়শঙ্কর

তথ্যসূত্র- হিন্দুস্তান টাইমস

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ