ঢাকার যাত্রাবাড়ীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নিহত ২ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
শুক্রবার (৩ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার পরিদর্শক (অপারেশন) মহিদুল ইসলাম।
নিহতরা হলেন- আকবর হোসেন ও মো. হাসান। আহত ব্যক্তির নাম মো. সোহেল।
মহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর আহত অবস্থায় আকবর ও হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আহত সোহেল চিকিৎসাধীন রয়েছে।