যুক্তরাষ্ট্রের টেনেসির ওক ব্রিজে দেশটির অন্যতম প্রধান ইউরেনিয়াম প্রক্রিয়াকরণ কারখানায় আগুন লেগেছে। জরুরি কর্মীরা এ ঘটনায় দ্রুত সাড়া দেয়। এ সময় কারখানাটিতে কাজ করা প্রায় ২০০ কর্মীকে সরিয়ে নেওয়া হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯ টা ১৫ মিনিটে আগুন লাগার এই ঘটনায় সাধারণ মানুষের কোনো বিপদ নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের এনার্জি ডিপার্টমেন্টের কর্মকর্তারা।
একই দিন দুপুর ১ টার মধ্যেই কমপ্লেক্সের কার্যাবলী স্বাভাবিক হয়ে যায়। কেবল ৯২১২ ভবনটিতে কার্যক্রম বন্ধ থাকে। আগুন নেভার বিষয়ে কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ।
যদিও ওয়াই-১২ এর একজন মুখপাত্র স্বীকার করেছেন, কেউ যদি এর কাছাকাছি থাকে, তার উদ্বিগ্ন হওয়াটা খুবই স্বাভাবিক। কারণ ইউরেনিয়াম তেজস্ক্রিয় বিকিরণের কারণ হতে পারে। যা মানুষের জন্য বিপজ্জনক।
পারমাণবিক দুর্ঘটনা বিশ্বে নতুন কিছু নয়। এ সংক্রান্ত যে কোনও দুর্ঘটনাতেও পরিবেশগত বড় বিপর্যয়ের ঝুঁকি থাকে।
সাবেক সোভিয়েত ইউনিয়নের চেরনোবিলের পরমাণু কেন্দ্রের দুর্ঘটনাকে সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয় বলা হয়। এখন পর্যন্ত শহরটি বসবাসের অনুপযুক্ত রয়ে গেছে।
সূত্র: রাশিয়া টুডে