ঢাকা, শনিবার - ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বন্দুক হামলায় নিহত ১০

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস থেকে প্রায় ১৩ কিমি দূরে মন্টেরি পার্কে বন্দুক হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে।

স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার (বাংলাদেশ সময় রবিবার সকাল ৯টা) দিকে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, চীনা লুনার নিউ ইয়ার উৎসব উপলক্ষে সেখানে প্রায় ১০ হাজার দর্শক জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে গুলি চালায়।

আরও পড়ুন  চলন্ত গাড়িতে চালকের হার্ট অ্যাটাক, দুর্ঘটনায় নিহত ২

ঘটনার প্রথমদিকে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা মারা গেছেন সে বিষয়ে কিছু জানাতে পারেনি ক্যালিফোর্নিয়া পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই এলাকায় বহু সংখ্যক পুলিশের উপস্থিতি দেখা গেছে।

মন্টেরি পার্কের এক খাবারের দোকানদার জানান, তিন ব্যক্তি দৌড়ে তার রেস্টুরেন্টে ঢুকেন। তারা এক ব্যক্তিকে মেশিনগান থেকে দেখেছেন বলে জানান। তখন তারা তাকে রেস্টুরেন্টের দরজা বন্ধ করে দিতে বলে।

আরও পড়ুন  বঙ্গবাজারে ‘আওয়ামী লীগের লোকেরা’ আগুন লাগিয়েছে: ফখরুল

মন্টেরি পার্কে বিপুল সংখ্যক এশিয়ানদের বসবাস। ওই এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস। এশিয়ানদের লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ

এ বিভাগের আরও

সর্বশেষ