ঢাকা, বুধবার - ১৯শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যুবদলের নামে ছাত্রলীগ নেতার চাঁদাবাজি

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

জাতীয়তাবাদী যুবদলের নামে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে।

শনিবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যুবদলের নাম ভাঙিয়ে গুলশান-২ নাম্বারের ৬২ নাম্বার রোডে মোস্তাফিজুর রহমান সিজারের বাসায় চাঁদাবাজি করতে যায় গুলশান থানা ছাত্রলীগ নেতা সাব্বিরসহ পাঁচজন।

বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের মাধ্যমে এ খবর জানতে পারেন ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরিফ উদ্দিন জুয়েল। এরপর চাঁদাবাজদের ধরতে তাৎক্ষণিকভাবে গুলশান ও বনানী থানার যুবদল নেতাদের সেখানে পাঠান জুয়েল। পরবর্তীতে তারা চাঁদাবাজির অভিযোগে সাব্বিরসহ ওই পাঁচজনকে সিজারের বাসা থেকে ধরে উত্তম-মধ্যম দিয়ে গুলশান থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

আরও পড়ুন  দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন বাধাগ্রস্ত করে, আজিজ-বেনজীর ইস্যুতে যুক্তরাষ্ট্র

গতকাল শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে শরিফ উদ্দিন জুয়েল এসব তথ্য জানিয়েছেন।

এ বিভাগের আরও

সর্বশেষ