রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় আবু সাঈদ নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।
মঙ্গলবার (১৬ জুলাই) দুপুরের পর সংঘর্ষে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।
জানা যায়, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। এসময় ইট পাটকেল নিক্ষেপ হলে পুলিশ টিয়ার গ্যাস ও লাঠিচার্জ শুরু করে। এসময় পুলিশের গুলিতে কোটা আন্দোলনের সমন্বয়কারী আবু সাঈদ নিহত হয়েছেন।
নিহত শিক্ষার্থী বেরোবির ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের, তার নাম আবু সাঈদ। গণমাধ্যমকে তাঁর পরিচয় নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম।
আবু সাঈদের বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলায়। তিনি বেরোবির কোটা আন্দোলন সমন্বয় কমিটির সদস্য ছিলেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সাংবাদিকদের বলেন, কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিভিন্ন স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেন। তারা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। অনেক পুলিশ সদস্য এতে আহত হয়েছেন। একজন মারা গেছে বলেও শুনেছি, তিনি কীভাবে মারা গেছেন তা বলতে পারছি না।