রবি, গ্রামীণফোন ও বাংলালিংকের কাছ থেকে তরঙ্গ ও লাইসেন্স ফিয়ের রাজস্ব বাবদ বিটিআরসির পাওনা ২৫০০ কোটি টাকা। এই টাকা পরিশোধ করতে হবে বলে আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার ( ১০ জানুয়ারি) মোবাইল অপারেটর কোম্পানি ও বিটিআরসির করা পৃথক আপিলের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।
আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।
আদালতে আজ জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষে শুনানিতে ছিলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ (এএম) আমিন উদ্দিন মানিক। আর বিটিআরসির পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার খন্দকার রেজা-ই রাকিব।
আইনজীবীরা জানান, এই আদেশের ফলে গ্রামীণফোন, বাংলালিংক এবং রবিকে ওই টাকা দিতেই হবে। তবে ২ হাজার ৫০০ কোটি টাকা কতদিনের মধ্যে দিতে হবে, সেটি নিশ্চিত করেননি আইনজীবীরা।
রেজা-ই রাকিব আরও জানান, কতদিনের মধ্যে টাকা দিতে সেটি অর্ডারের কপি পেলে বলতে পারবো। আপাতত বলা যায়, দ্রুত সময়ের মধ্যেই টাকা দিতে হবে।