ঢাকা, সোমবার - ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রমজানে ১০০ টাকায় খেজুর আর ৫০ টাকায় ছোলা বিক্রি করবে টিসিবি

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আসন্ন রমজান মাসে ১০০ টাকা কেজি দরে খেজুর এবং ৫০ টাকায় ছোলা বিক্রি করবে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ফ্যামিলি কার্ডধারীরা কেবল এই পণ্য কিনতে পারবেন।

বুধবার (৮ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে টিসিবি। আগামী ২৪ মার্চ রমজান শুরু হতে পারে।

তার আগে আজ বৃহস্পতিবার থেকে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের মানুষের জন্য পণ্য বিপণন শুরু হবে বলে জানান টিসিবি।

আরও পড়ুন  গাম্বিয়া গেলেন সেনাপ্রধান

রাজধানী ঢাকার তেজগাঁওয়ের তিব্বত মোড়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি রোজা উপলক্ষে সরকারি এই বিপণন সংস্থার বিক্রয় কার্যক্রম উদ্বোধন করবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন রোজা উপলক্ষে দেশব্যাপী টিসিবির এক কোটি নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী গ্রাহকের মধ্যে দুই পর্বে পণ্য বিপণন করবে টিসিবি। প্রথম পর্বে ৬০ টাকায় এক কেজি চিনি, ৭০ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ১ কেজি ছোলা বিক্রি হবে।

আরও পড়ুন  জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অর্থাৎ ফ্যামিলি কার্ডধারী একজন প্রথম পর্বে এক কেজি চিনি, এক কেজি ছোলা, দুই কেজি মসুর ডাল এবং দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। ঢাকা মহানগরীর কার্ডধারীরা এর পাশাপাশি ১০০ টাকা দরে এক কেজি খেজুর কিনতে পারবেন।

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ