ঢাকা, বুধবার - ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

আলোচিত সংবাদ

রাউজানে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ৫, আহত ২০

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির বিবদমান দুই গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। এ ঘটনায় ৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুলিবিদ্ধ ৩ জনকে চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশির ভাগই সাধারণ মানুষ। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

আরও পড়ুন  খন্দকিয়া খালসহ নগরীতে ৩৬ খালের পাড়ে হচ্ছে ৪০ কি.মি. সড়ক

পুলিশ জানায়, গুলিবিদ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

স্থানীয় এক ব্যক্তি জানান, রাউজানের নোয়াপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খন্দকার গোলাম আকবর ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। রাতে অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এ সময় দুই পক্ষের গোলাগুলিতে কয়েকজন আহত হয়।

আরও পড়ুন  ধর্ষণের অভিযোগ তুলে বাপ-ছেলেকে অমানবিক নির্যাতন, গ্রেপ্তার ১

এ বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান বলেন, রাউজানের নয়াপাড়া এলাকায় বিএনপির ও যুবদলের মধ্যে আলাদা দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাঁচ-ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন ১৫ থেকে ২০ জন।

আলোচিত সংবাদ