ঢাকা, রবিবার - ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

রাউজানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ছবি- সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মোটর সাইকেলের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ২টায় উপজেলার হাফেজ বজলুর রহমান সড়কের ঢেউয়া হাজীপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেন রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন।

নিহতরা হলেন- বাঁশখালী উপজেলার বহদ্দারপাড়ার মৃত বজল আহম্মদের ছেলে হাফেজ আলী হোসেন ও বাঁশখালীর হাফেজ ছৈয়দ তৌহিদুল ইসলাম। তবে হাফেজ ছৈয়দের পিতার নাম জানা যায়নি।

আরও পড়ুন  চবিতে বিনা অনুমতিতে করা যাবে না মিছিল সমাবেশ

জয়নাল আবেদীন বলেন, দুপুর ২টায় হাজীপাড়ায় সিএনজি অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দু’জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার পর রাস্তার দু’পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

ট্যাগঃ

আলোচিত সংবাদ