ঢাকা, বৃহস্পতিবার - ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে কৃষকের মৃত্যু

ছবিঃ সংগৃহীত

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের গুলিতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ লাশটি উদ্ধার করেছেন।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার পদুয়া ইউনিয়নের ত্রিপুরা সুন্দরী পাহাড়ে গুলিবিদ্ধ লাশটি দেখতে পান স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম।

নিহত কৃষকের নাম- সুমন দে শিশির (৫৫)। তিনি একই ইউনিয়নের ৪নং ওয়ার্ড লক্ষীছড়া গ্রামের দূর্গা চরণ দে’র ছেলে।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি ওবায়দুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। কপালের মাঝখানে একটি গভীর ক্ষতের চিহ্ন রয়েছে। ধারণা করছি গুলিবিদ্ধ হয়েছেন তিনি। তবে বিষয়টি নিশ্চিতে লাশটি পরীক্ষার জন্য মর্গে পাঠানো হচ্ছে।

আরও পড়ুন  গাসিক নির্বাচন: ৪২৬ কেন্দ্রে টেবিল ঘড়ি প্রতীকের প্রার্থী জায়েদা খাতুন এগিয়ে

জানা যায়, শিশিরের বাড়ি পদুয়া লক্ষীছড়া হলেও ত্রিপুরা সুন্দরী এলাকায় তিনি পানের বরজ, ফল, শসাসহ নানা জাতের ফসলের ক্ষেত করেছেন। সেখানেই পাহাড়ের উপর ছোট একটা টিনের ঘরে এসব ক্ষেত পাহাড়া দেয়ার জন্যই থাকতেন তিনি।

আশপাশে কোন ঘর না থাকায় দুর্গম এই এলাকায় তাকে কে বা কারা খুন করেছে তা জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। তবে সন্ত্রাসীরা চাঁদার দাবিতে তাকে গুলি করে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক পুত্র সন্তান রয়েছে। দুই মেয়ের বিয়ের পর তার একমাত্র পুত্র প্রবাসে থাকেন বলে জানা যায়।

আরও পড়ুন  শিবচরে রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে, নিহত ১৪

সরেজমিনে গিয়ে দেখা যায়, পানের বরজ থেকে উঠানো পানগুলো পাহাড়ের উপর টিনের ঘরটিতে একটি টুকরীতে গুছানো ছিল। সেই পানের টুকরীর উপরই পড়ে ছিল লাশটি। কপালের ঠিক মাঝখানে গভীর ক্ষত রয়েছে। উৎসুক মানুষ লাশটিকে ঘিরে রেখেছে।

এসময় স্থানীয় সঞ্জয় দে নামে এক ব্যক্তি জানান, পদুয়া রাজারহাটের নির্ধারিত বাজারের দিন আজ (বৃহস্পতিবার)। সম্ভবত পানগুলো টুকরিতে সাজিয়ে বাজারে নেয়ার জন্যই তিনি প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু এসব পান আর বাজারে নেয়া হল না। তার আগেই কৃষকটির এমন মৃত্যু মেনে নেয়া যায় না।

আরও পড়ুন  রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

তার পরিবার জানায়, নিহত শিশিরকে পাহাড়ি সন্ত্রাসীরা রাতে সেখানে না থাকার জন্য কয়েকবার হুশিয়ারি দিয়েছেন। তাকে বিভিন্ন হুমকি-ধমকিও দিয়েছেন।

পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। কপালের মাঝখানে গুলির চিহ্ন রয়েছে এবং হাতেও ক্ষত আছে। ত্রিপুরা সুন্দরী পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের আনাগোনা রয়েছে। সেখানে এমন কোন বসতি নেই। একটি পাহাড়ে শুধুমাত্র এই কৃষকই থাকতেন। সম্ভবত সন্ত্রাসীদের কোন কিছু এই কৃষক দেখেছে কিংবা জেনে গেছে। অথবা তার কাছ থেকে চাঁদা চেয়ে পাইনি, তাই হয়ত তাকে এভাবে খুন করা হতে পারে বলে আমার মনে হয়।

ট্যাগঃ

এ বিভাগের আরও

সর্বশেষ